সিঙ্গাপুর সিটি: লাইসেন্স ছাড়া দেশ থেকে সিঙ্গাপুরে শ্রমিক নেওয়ায় ফেঁসে গেছেন আহমেদ রুবেল (২৮) নামে এক বাংলাদেশি।
চাকরির পাশাপাশি দেশ থেকে বিভিন্ন কোম্পানির জন্য শ্রমিক এনে দেওয়ার কাজ করতেন তিনি।
কিন্তু এভাবে অনুমোদনহীন লোকবল নিয়োগ দেওয়ার কাজে জড়িত থাকায় রুবেলকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সিঙ্গাপুরের একটি আদালত রুবেলকে ৪০ হাজার ডলার (প্রায় ২৩ লক্ষ টাকা) জরিমানা এবং ৪ মাসের কারাদণ্ড দেন।
এ ঘটনায় নিয়োগকারী প্রতিষ্ঠানকেও চার হাজার ডলার জরিমানা করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের নভেম্বরে নির্মাণ প্রতিষ্ঠান ন্যানজিং মিংলু কন্সট্রাকশন কোম্পানির এক কর্মকর্তার সঙ্গে রুবেলের পরিচয় হয়। এর সূত্র ধরে কম মজুরিতে বাংলাদেশ থেকে কর্মী এনে দেওয়ার কথা বলে রুবেল।
পরবর্তীতে বাংলাদেশ থেকে জনপ্রতি তিন হাজার ডলারের বিনিময়ে তিন নির্মাণ শ্রমিককে ওই কোম্পানিতে কাজ দেন।
এর মধ্যে আর্থিক লেনদেন নিয়ে মো. জাবেদ নামে একজনের সঙ্গে রুবেলের ঝামেলা হয়। যা পরবর্তীতে সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় পর্যন্ত গড়ায়।
পরে মন্ত্রণালয় প্রাথমিক তদন্ত শেষে আহমেদ রুবেল এবং নিয়োগকারী প্রতিষ্ঠান ন্যানজিং মিংলু কন্সট্রাকশনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। পরে আদালত এ রায় দেন।
সূত্র জানায়, সিঙ্গাপুরে কোনো বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমেই আর্থিক লেনদেন করা যায়।
দেশটির আইনে, লাইসেন্স বিহীন লোকবল নিয়োগের ব্যবসা করার দায়ে সর্বোচ্চ ৮০ হাজার ডলার জরিমানা ও দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এমএ/