ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সিঙ্গাপুর

ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কর্মীর ৬ বছরের জেল

আনোয়ার হোসেন, সিঙ্গাপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৩, মে ৩০, ২০১৫
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কর্মীর ৬ বছরের জেল ছবি: প্রতীকী

সিঙ্গাপুর: ইন্দোনেশীয় এক গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিঙ্গাপুরে নুরুল ইসলাম (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীকে ছয় বছরের জেল এবং আটটি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) ওই পরিচ্ছন্নতা কর্মীকে এ সাজা দেন দেশটির আদালত।

বাংলাদেশের হাতেম আলীর ছেলে নুরুল ইসলাম (৩৩)।

২০১৩ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরের উডল্যান্ডস’র একটি  বহুতল কার পার্কে ওই ইন্দোনেশীয় গৃহকর্মীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে যান। সেখানে নিরিবিলি পরিবেশের সুযোগ নিয়ে তাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে নুরুল ইসলাম।

এ সময় ওই গৃহকর্মীর বাধা দিলে চুল ধরে দেয়ালে ও মেঝেতে জোরে আঘাত করেন। এতে ওই গৃহকর্মী কপালে ও মাথায় বেশ আঘাত পান।  

পরে ওই নারীর চিৎকারে লোকজন জড়ো হয়ে যেতে পারে ভেবে নুরুল ইসলাম পালিয়ে যান। পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি নুরুলের।

মেয়েটি থানায় ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ এসে হাজির হয়। কার পার্কের সিসি ক্যামেরার সাহায্যে নুরুল ইসলামকে শনাক্ত করে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে ।

নুরুল ইসলাম আদালতে নিজের দোষ স্বীকার করে সর্বনিম্ন সাজার প্রার্থনা করলে আদালত তাকে ছয় বছরের জেল ও আটটি বেত্রাঘাতের সাজা দেন।

সিঙ্গাপুরে ধর্ষণের চেষ্টা করার অপরাধে সর্বোচ্চ বিশ বছরের জেলের পাশাপাশি জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে ।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ