ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্পেন

থাইল্যান্ডে ৭৪০ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
থাইল্যান্ডে ৭৪০ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: থাইল্যান্ডে ৭৪০ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন। যাদের চূড়ান্ত তালিকা করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এ মাহমুদ আলী।



রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালি সফর শেষে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে থাইল্যান্ড থেকে অনেক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রতিনিয়তই তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার তার কর্মযজ্ঞ অব্যাহত রেখেছে।

দ্রুতই আরো বেশ কয়েকজন বাংলাদেশি দেশে ফিরবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুস্তাফা কামাল বলেন, থাই সরকার প্রাথমিকভাবে ১১৮ জন বাংলাদেশির কথা বলেছে। তারা থাইল্যান্ডের ভাংনা প্রদেশে ধরা পড়েছে।

তিনি বলেন, দু’টি গ্রুপে ওই অনুপ্রবেশকারীরা সে দেশে প্রবেশ করেছে। যাদের মধ্যে এক গ্রুপে ৫৩ জন আর অন্য গ্রুপে রয়েছেন ৮১ জন।

এরমধ্যে, প্রথম গ্রুপে ৩৮ জন বাংলাদেশি এবং দ্বিতীয় গ্রুপে ৮০ জন বাংলাদেশি রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্পেন এর সর্বশেষ