ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

খেলা

যুব এএইচএফ কাপে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
যুব এএইচএফ কাপে বাংলাদেশের দল ঘোষণা

ওমানের মাসকটে আগামী ৬-১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া মেনস যুব এএইচএফ কাপ (অ-২১) টুর্নামেন্ট এর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ১৮ ডিসেম্বর দুপুর ২টায় পাসপোর্ট, করোনা টিকা সার্টিফিকেট ও ছবিসহ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন আ ন ম মামুনুর রশীদ, সহকারী কোচ হেদায়েতুল ইসাম রাজ ও ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন।

সিনিয়র এএইচএফ কাপে চার বার চ্যাম্পিয়ন হলেও জুনিয়র এএইচএফ কাপে সেভাবে দাপট দেখাতে পারেনি বাংলাদেশ। চার আসরের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কেবল একবার। ২০১৪ সালে সে আসরটিতে স্বাগতিকও ছিল বাংলাদেশ। ফাইনালে ওমানকে হারায় ৪-০ গোলে।

বাংলাদেশ দল :
 

গোলরক্ষক: নুরুজ্জামান নয়ন, সাইজুদ্দিন, আল-আমিন।
রক্ষণভাগ : আমিরুল ইসলাম, হুজাইফা হোসেন, রামিম হোসেন, এএম মেহরাব হাসান সামিন, আসাদুজ্জামান চাঁদ, আমান শরিফ, মেহেদী হাসান লিমন, তানভির রহমান সিয়াম, সোয়েব মল্লিক তন্ময়।
মধ্যমাঠ : প্রিন্স লাল সামন্ত, আবেদ উদ্দিন, সাবেদুর রহমান মিঠু, শাহারুখ খান, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু, তৈয়ব আলী।
আক্রমণভাগ : রকিবুল হাসান রকি, ওবায়দুল হক জয়, দেবাশিষ কুমার জয়, তাসিন আলী, জাহিদ হোসেন, সিহাব হোসেন, দ্বীন ইসলাম।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।