ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

এশিয়া কাপ আর্চারিতে তিন ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, ডিসেম্বর ২৪, ২০২২
এশিয়া কাপ আর্চারিতে তিন ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জ তিনটি এছে কম্পাউন্ড ইভেন্ট থেকে।

পুরুষ ব্যক্তিগত, দলগত ও মিশ্র ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে।  

সংযুক্ত আরব আমিরাতের শারজাতে কম্পাউন্ড পুরুষ ইভেন্টে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ১৪১-১৪০ স্কোরে কাজাখস্তানে ইয়ুথইয়ুন আন্দ্রেকে , মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব ও রোকসানা আক্তার) ব্রোঞ্জ মেডেল ম্যাচে ১৫৪-১৪৬ স্কোরে ভিয়েতনামকে এবং কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব, মোহাম্মদ আশিকুজ্জামান ও মো: সোহেল রানা) ব্রোঞ্জ মেডেল ম্যাচে ২২৭-২২১ স্কোরে ভিয়েতনামকে পরাজিত করে পদক জয় করেছে। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (রোকসানা আক্তার, বন্যা আক্তার ও পুস্পিতা জামান) কাজাখস্তানের নিকট পরাজিত হয়।

গতকালের কম্পাউন্ড ডিভিশনের ইলিমিনেশন রাউন্ডে ১/১৬ খেলায় বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ১৪২-১৩৬ স্কোরে সংযুক্ত আরব আমিরাতে ‘আরে আইয়ুব কাসিমকে পরাজিত করে ১/৮ (প্রি- কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন। প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় নেওয়াজ আহমেদ রাকিব ১৪৫-১৩৯ স্কোরে ভিয়েতনামের ‘ট্রান ট্রং হিউকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে নেওয়াজ আহমেদ রাকিব ১৪২-১৪১ স্কোরে হংকং চায়নার ‘লি হু স্যাম প্যাট্রিককে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমি-ফাইনালে নেওয়াজ আহমেদ রাকিব ১৪২-১৪৩ স্কোরে ভারতের দেওতালে ওজসের নিকট পরাজিত হন।  

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।