আর মাত্র কয়েক ঘণ্টা পর শেষ হয়ে যাবে ২০২২ সাল। বিদায়ী বছরটি দেশের ক্রীড়াঙ্গনকে এনে দিয়েছে বেশকিছু সাফল্য।
গত সেপ্টেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক দলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে সাবিনা-মারিয়ারা হারিয়ে দেয় টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে। পুরো টুর্নামেন্টে ২৩ গোল দিয়ে মাত্র ১ গোল হজম করে বাংলাদেশ।
শিরোপা জেতার পাশাপাশি টুর্নামেন্টের সবগুলো ব্যক্তিগত পুরস্কার ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক সাবিনা খাতুন 'ভেল্যুয়েবল প্লেয়ার' পুরস্কার পান। টুর্নামেন্টে দুই ম্যাচে হ্যাটট্রিক করেন সাবিনা। টুর্নামেন্টে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।
এছাড়া পুরো আসরে শুধুমাত্র একটি গোল হজম করা বাংলাদেশ দলের গোল রক্ষক রূপনা চাকমা র্নিাচিত হন টুর্নামেন্ট সেরা গোল রক্ষক। একই সঙ্গে টুর্নামেন্টের ফেয়ার প্লে পুরস্কারটি জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ের খবরে উৎসবে ভাসে পুরো দেশ। দেশে ফেরার পর ছাদখোলা বাসে চেপে সাফজয়ী দল ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে বাফুফে ভবনে পৌঁছায়। দলকে বহনকারী বাস যে রাস্তায় যায়, সেখানে হাজারো ফুটবলপ্রেমী তাদের শুভেচ্ছা জানান। যা বাংলাদের ক্রীড়া ইতিহাসের নজিরবিহীন ঘটনা।
এদিকে ঘরোয়া ফুটবলে ফের প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। বছরের শেষে তৃতীয়বারের মতো মেয়েদের ঘরোয়া লিগ শিরোপাও জিতে নেয় কিংস।
দেশের ক্রিকেটে অবশ্য আহামরি সাফল্য আসেনি বিদায়ী বছরে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বছরের শেষদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো আসে সিরিজ জয়ের সাফল্য।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এমএইচএম