ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

খেলা

বিশ্ব বেসবল র‍্যাংকিংয়ে বাংলাদেশের একধাপ উন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
বিশ্ব বেসবল র‍্যাংকিংয়ে বাংলাদেশের একধাপ উন্নতি

বিশ্ব বেসবল র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অলিম্পিক চ্যাম্পিয়ন জাপান। বাংলাদশর উন্নতি হয়েছে একধাপ।

ওয়ার্ল্ড বেসবল-সফটবল কনফেডারেশন ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রকাশ করেছে।

৪১৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে জাপান। দুই নম্বরে রয়েছে চাইনিজ তাইপে। তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই বছর ধরে ৭৫তম স্থানে থাকা বাংলাদেশ উন্নতি ঘটিয়েছে বিশ্ব র‌্যাংকিংয়ে। বতর্মান র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৭৪তম।  

আগামী ২৫ জানুয়ারি থেকে পাকিস্তানের ইসলামাবাদে শুরু হবে ১৫তম ওয়েস্ট এশিয়া কাপ বেসবল চ্যাম্পিয়নশিপ। যেখানে স্বাগতিক পাকিস্তানসহ অংশগ্রহণ করবে বাংলাদশ, ভারত, শ্রীলংকা, ফিলিস্তিন ও আফগানিস্তান।  

বাংলাদেশ সময় : ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩   
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।