বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে চলতি আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের ৪র্থ দিনে মূল পর্ব ও স্থান নির্ধারণীর মোট ২১টি খেলা অনুষ্ঠিত হয়।
বালক দ্বৈতের সেমি-ফাইনালে বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি ৬-৪, ১-৬, ১০-৮ গেমে প্রতিপক্ষ মিয়ানমারের সার সেই-দার জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে প্রতিপক্ষ মায়ানমারের থাই হায়াত মিন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
বালক এককের সেমি-ফাইনালে পাকিস্তানের হামজা রোহান ৬-১, ৬-২ গেমে চাইনিজ তাইপের ইয়েন লিওকে এবং পাকিস্তানের আবুবকর তালহা ৬-৪, ৬-৩ গেমে চাইনিজ তাইপের শাও-চি ছুকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
আগমীকাল বালক দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া, বালক এককের ফাইনাল ও বালিকা দ্বৈতের ফাইনালও একই দিন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এআর/এএইচএস