ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কর্পোরেট কাবাডি লিগে ঢাকা টুয়েলভের হোঁচট

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
কর্পোরেট কাবাডি লিগে ঢাকা টুয়েলভের হোঁচট

মেয়েদের কর্পোরেট কাবাডি লিগের ফিরতি পর্বে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হোঁচট খেয়েছে শীর্ষে থাকা ঢাকা টুয়েলভ। জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ দিনের শেষ ম্যাচে ২৫-২৫ পয়েন্টে ড্র হয়েছে দুই দলের ম্যাচ।

তবে ড্র করলেও বজলুর রশীদের দল ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। আর ৭ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ের পর ৩ পয়েন্ট নিয়ে টেবিলের এলিমিনেটর পর্বে খেলার সম্ভাবনা জাগিয়েছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়ের্টস।

দিনের অন্য ম্যাচে নরসিংদী লিজেন্ড ২৬-২২ পয়েন্টে মতলব থান্ডারকে ও টেকনো মিডিয়া ৩১-২২ পয়েন্টে বেঙ্গল ওয়ারিয়র্সকে হারিয়ে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করেছে। চতুর্থ স্থানের জন্য নারায়ণগঞ্জের সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে মতলব থান্ডার ও বেঙ্গল ওয়ারিয়র্স; দুই দলেরই পয়েন্ট ২ করে।

আগামীকাল নরসিংদী লিজেন্ড-টেকনো মিডিয়া, ঢাকা টুয়েলভ-বেঙ্গল ওয়ারিয়র্স ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স-মতলব থান্ডার মুখোমুখি হবে। ম্যাচ তিনটি শুরু হবে যথাক্রমে বিকাল সাড়ে ৪টা, সোয়া ৫টা ও সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।