ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সেমিফাইনালে উঠে নাদালের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
সেমিফাইনালে উঠে নাদালের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই চোট শঙ্কায় ভূগেছিলেন নোভাক জোকোভিচ। সেই চোটকে এবার বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক জিতে চলেছেন সার্বিয়ান এই টেনিস তারকা।

এরই ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছেন তিনি।

কোর্টে নামার আগে অবশ্য চোটের শঙ্কা দেখা গিয়েছিল। তবে নামার পর সেটিকে রীতিমতো উড়িয়ে দিলেন জোকোভিচ। বুধবার মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় পঞ্চম বাছাই রুবলেভের বিপক্ষে ৬-১, ৬-২, ৬-৪ গেমে জিতে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে এগিয়ে গেলেন তিনি।

আর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম হলেই রাফায়েল নাদালের রেকর্ড ২২টি শিরোপা ছুঁয়ে ফেলবেন তিনি। অর্থাৎ আর দুই ম্যাচ জিতলেই এই রেকর্ডে ভাগ বসাবেন সার্বিয়ান টেনিস তারকা।  

ফাইনালে জোকোভিচের বিপক্ষে লড়াই করবেন যুক্তরাষ্ট্রের টমি পল। স্বদেশি বেল শেলটনকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।