ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের সেমিতে ইমরানুর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের সেমিতে ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। কাজাখস্তানে অনুষ্ঠিত চলমান এই টুর্নামেন্টের ৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ৬ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে সেমিতে নিজের নাম লেখান এই অ্যাথলেট।

শনিবার সকালে অনুষ্ঠিত এই ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব।   ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন ইমরানুর রহমান। আজ বিকেল ৬.৪০ মিনিটে ইমরানুর রহমান সেমিফাইনাল খেলতে ট্র্যাকে নামবেন।

এর আগে মেয়েদের স্প্রিন্টে বাংলাদেশের শিরিন আক্তার অংশ নেন। তবে হিটে সবার শেষে থেকে বিদায় নিতে হয়েছে। শিরিন হিটে ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। বাংলাদেশের ‘দ্রুততম মানবী’ অবশ্য টাইমিংয়ে উন্নতি করেছেন। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।