২০২২ ফুটবল বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্টিনার কাবাডি দল এবার খেলতে এসেছে বাংলাদেশে। স্টেডিয়াম পাড়ায় দর্শক-সমর্থকদের তাই বাড়তি আগ্রহ।
আজ শনিবার পল্টনে কাবাডি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। মজার ব্যাপার হলো, খেলোয়াড়দের অনেকের গায়েই ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। কাবাডি খেলোয়াড়রা কেন ফুটবল দলের জার্সি পরবেন? কৌতূহল মেটালেন আর্জেন্টিনার প্রধান কোচ রিকার্দো আকুনা। অনুশীলনের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনায় ফুটবল তুমুল জনপ্রিয়। আমরা এখন বিশ্বচ্যাম্পিয়নও, তাই ফুটবলের জার্সি পরেই অনুশীলন করেছে অনেকে। ’
বাংলাদেশ সফরে আসা আর্জেন্টিনা দলে রয়েছেন দ্বিতীয় বিভাগের খেলা দুইজন ফুটবলারও। আজ এই দলটিকে দেখতে অনেক দর্শক ভিড় করেন মাঠে। এদেশের সমর্থকদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত আর্জেন্টিনা কোচ বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে অনেক ভালো লাগছে। যারাই আমাদের সঙ্গে দেখা করতে আসছে, তাদের ভালোভাবে নিচ্ছি। অভিবাদনের জবাব দিচ্ছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আর্জেন্টিনাও ভালোবাসে। আজই প্রথম অনুশীলনে নামলাম। এখানে অনেক গরম। আর্দ্রতাও অনেক। তবে সমস্যা দেখছি না। আর্জেন্টিনাতেও এখন গ্রীষ্মকাল। অনুশীলনে আমাদের একজন ব্যথা পেয়েছে। তবে বাকি ১১ জন সুস্থ আছে। ’
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এআর/এমএইচএম