ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এর সেমিফাইনাল পর্বের খেলা শুরু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেমিফাইনাল পর্বের খেলা উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদ ও মহান মুক্তিযুদ্ধের সব শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, দেশের মেয়েরা ইতোমধ্যেই স্মার্ট নাগরিক হিসেবে তৈরি হয়ে জাতীয় সম্পদে পরিণত হয়েছে। নানা প্রতিকূলতা মোকাবিলা করে এসব স্মার্ট শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই স্মার্ট শিক্ষার্থী ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ, উন্নত, অন্তর্ভুক্তিমূলকক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রয়াসকে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ প্রয়াসকে সফল করতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সেমিফাইনাল পর্বে নারী শিক্ষার্থীদের খেলায় খুলনা বিভাগের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে হারিয়ে ঢাকা বিভাগের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়লাভ করে। অপর ম্যাচে ময়মনসিংহ বিভাগের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে হারিয়ে চট্টগ্রাম বিভাগের বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসকেবি/আরবি