ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ হকির দলবদল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ হকির দলবদল

চার বছর পর গ্রিন ডেল্টা ইন্সুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগ মাঠে গড়াতে যাচ্ছে। ঈদ-উল ফিতরের পর মাঠে গড়ানোর কথা রয়েছে দ্বিতীয় বিভাগ হকির।

এর আগে ১৬ ও ১৭ এপ্রিল দুই দিনব্যাপী দলবদল অনুষ্ঠিত হবে।

আসন্ন এ লিগ উপলক্ষে ৭টি ক্লাব ১ লাখ টাকা করে অনুদান পাচ্ছে। দলগুলো হচ্ছে বর্ণক সমাজ, ঢাকা ইয়াং স্টার ক্লাব, তেজগাঁও অগ্রগামী, রক্তিম সংঘ, ইস্ট অ্যান্ড গ্রিন, ঢাকা হকি ক্লাব ও উদিতি ক্লাব।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের কনফারেন্স রুমে আজ ৬ এপ্রিল দ্বিতীয় বিভাগ হকি লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।