ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

শহীদ চান্দু স্টেডিয়ামের সরিয়ে নেওয়া মালামাল ফিরিয়ে আনল বিসিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
শহীদ চান্দু স্টেডিয়ামের সরিয়ে নেওয়া মালামাল ফিরিয়ে আনল বিসিবি শহীদ চান্দু স্টেডিয়ামে মালামাল নামানোর প্রস্তুতি চলছে। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ফিরিয়ে নেওয়া সব মালামাল আবারও ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

সোমবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ মালামাল নামানোর কাজ চলে।



স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ঢাকায় নিয়ে যাওয়া সকল মালামাল আবারও ফেরত নিয়ে আসা হয়েছে ৷ রোববার (০৯ এপ্রিল) রাতে ঢাকা থেকে আসা তিনটি কাভার্ডভ্যানবোঝাই মালামাল বুঝে নেওয়া হয়েছে৷ সেসঙ্গে ১৭ জন স্টাফের মধ্যে একজন বাদে বাকি সবাই আবার যোগদান করেছেন।

তিনি বলেন, এই কয়েকদিনে মাঠের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। পর্যাপ্ত পানি না দেওয়ার কারণে এমন হয়েছে। আমরা চেষ্টা করছি মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনার। তবে এখানে যেহেতু খেলা চলছে আগামী ১৩ তারিখের আগে মাঠ সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে না।


স্টেডিয়ামের মূল দায়িত্বে থাকা ওই কর্মকর্তা আরও বলেন, ঈদের পর বিসিবির পক্ষ থেকে এখানে একটি টিম পরিদর্শনে আসবেন। তারা পরিদর্শন শেষে স্টেডিয়াম সংস্কারের কাজের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

জানা যায়, শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় ফুটবল স্টেডিয়াম ছিল। ২০০৪ সালে ২১ কোটি টাকা ব্যয়ে সেটিকে ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন ওই স্টেডিয়ামটিকে প্রথমে বিসিবি ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। এরপর ভেন্যুটি রক্ষণাবেক্ষণের জন্য ১৭ জন স্টাফ নিয়োগ দেয়।

২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। পরে সেটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতি পায়। তবে ২০০৬ সালের ডিসেম্বরের পর ওই ভেন্যুতে আন্তর্জাতিক আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে জাতীয় লিগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সেখানে স্থানীয় পর্যায়ের খেলা চলতে থাকে।

এদিকে স্থানীয় পর্যায়ের ক্রিকেট খেলার কারণে জাতীয় লীগের খেলা পরিচালনার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিসিবি ২ মার্চ বগুড়া শহীদ চান্দু ক্রিকেট ভেন্যু বাতিলের ঘোষণা দেয়। একইসঙ্গে ওই ভেন্যু থেকে ম্যানেজারসহ ১৭ স্টাফকে অন্যত্র বদলি করে। এমনকি সরঞ্জামগুলোও সরিয়ে নেয়। এতে ক্রিকেটপ্রেমীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর দীর্ঘ ৩৮ দিন নানা জল্পনা-কল্পনা শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির অধীনে আসে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।