ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবা অষ্টম রাউন্ড শেষে শীর্ষে জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আন্তর্জাতিক রেটিং দাবা অষ্টম রাউন্ড শেষে শীর্ষে জিয়া

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় আজ (১০ এপ্রিল) সোমবার অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।  

আট রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সাত পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ৩ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।

ছয় পয়েন্ট করে নিয়ে ৯ জন খেলোয়াড় মিলিতভাবে চতুর্থ স্থানে রয়েছেন। এরা হলেন- ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মো. মাসুম হোসন, জাবেদ আল আজাদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও রিয়াসাত-ই-নূর।

অষ্টম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার নাইম হককে হারিয়েছেন। ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ জয় পেয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের বিরুদ্ধে। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া জয় পেয়েছেন মো. সাগরের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।