জুনিয়র হকি এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। আজ (১৩ এপ্রিল) জুনিয়র এশিয়া হকি কাপের গ্রুপিং প্রকাশ করা হয়েছে।
দুই গ্রুপে পাঁচটি করে মোট ১০টি দল। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সেখান থেকে গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। পরবর্তীতে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করা দল জুনিয়র হকির বিশ্বকাপ খেলবে।
বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকলেও প্রাথমিক লক্ষ্য সেমিতে উঠা। আপাতদৃষ্টিতে সেটাও অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেল।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এআর/এএইচএস