ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সুব্রত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সুব্রত

মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস। সুব্রত ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।

ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অনত চৌধুরী রানার-আপ ও মো. আবজিদ রহমান তৃতীয় স্থান লাভ করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ স্থান লাভ করেন।  

সপ্তম বা শেষ রাউন্ডের খেলা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন।

চ্যাম্পিয়ন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস নগদ ২৫ হাজার টাকা, রানার-আপ অনত চৌধুরী ১৮ হাজার টাকা, তৃতীয় মো. আবজিদ রহমান ১২ হাজার টাকাসহ ২২ জন খেলোয়াড় মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার লাভ করেন।

প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং ৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।