ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

খেলা

ব্যয় কমাতে সড়ক পথে ভারত যাচ্ছে হকি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ব্যয় কমাতে সড়ক পথে ভারত যাচ্ছে হকি দল

ওমানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া হকি চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহন করতে ভারতে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। এখানে ভালো খেলে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন যুবাদের।

সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে লম্বা সময় ধরেই ক্যাম্প করছেন প্রিন্স লাল সামন্তরা।  

কন্ডিশনিং ক্যাম্প করতে আজ রাতে সড়ক পথেই ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ যুব হকি দল। মূলত দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় ব্যয় কমানোর লক্ষ্যেই সড়ক পথেই ভারত সফরের কথা জানালেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ।  

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বিলাসিতার সুযোগ নেই। ট্রেন ও বাসে করে যাওয়াতেও কোনও সমস্যা দেখছি না। আপাতত স্পন্সর নেই। সবাই মিলে দল পাঠাচ্ছি। কলকাতা থেকে ভালোমানের ট্রেনেই ছেলেরা দিল্লি যাবে। স্লিপিং কোচে বেশ স্বাচ্ছন্দ্যে ঘুমিয়ে তারা ভ্রমণ করবে। তাছাড়া দিল্লি থেকে বাসে ভ্রমণ করতেই হতো। ’

শুরুতে হরিয়ানায় ৬টি ও পরবর্তীতে পাঞ্জাবে ৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ মার্চ ৩৬জনকে নিয়ে আবাসিক অনুশীলন শুরু হয়েছিল। সেখান থেকে কমিয়ে ভারত যাচ্ছে ২৩ জনের দল।

তাতে করে বাস-ট্রেনে দীর্ঘ ভ্রমণের বিষয়টিকে বড় করে দেখছেন না কোচ মামুনুর রশীদ, ‘এই ধরনের আয়োজন আগে হয়নি। এটা প্রয়োজন ছিল। ছেলেদের ফিটনেসও ভালো আছে। বাস না ট্রেনে যাচ্ছি বড় কথা নয়। ওমানে আমাদের গ্রুপে আছে ওমান ও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও উজবেকিস্তান। দুটি দলকে হারাতে পারলেই সেমিফাইনাল খেলার সুযোগ। আর সেমিতে খেলতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত। আমরা সেই চেষ্টা করে যাবো। ’

দলের অভিজ্ঞ খেলোয়াড় প্রিন্স লাল সামন্ত বলেন, ‘এর আগে এএইচএফ কাপে ১৫দিন অনুশীলন করে খেলেছি। এখন ভারত যাচ্ছি দেড় মাস অনুশীলন করে। সেখানে ভালো কিছু হবে। সবাই ফিট আমরা। ওমানে খেলার আগে ভারতের প্রস্তুতি ম্যাচ বেশ কাজে লাগবে। আশা করছি, আমরা বিশ্বকাপে খেলার লক্ষ্যে পৌঁছতে পারবো। ’

ঢাকা থেকে কলকাতার উদ্দেশে বাসে উঠবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। কলকাতা থেকে ট্রেনে দিল্লি পৌঁছাবে। সেখান থেকে আবার বাসে ঘন্টা তিনেক ভ্রমণ করে হারিয়ানায় যাওয়ার কথা প্রিন্স লালদের। সব মিলিয়ে প্রায় এক দিনের বেশি সময় ভ্রমণেই যাবে। দলের এই সড়কযাত্রা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রীড়াঙ্গনে। হকি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনও ঘুরে ফিরে এসেছে ভ্রমণক্লান্তি ও স্পন্সরের বিষয়াদি।  

স্পন্সর নেই এরপরও অ-২১ দলের সব কাজ দারুণভাবে সম্পন্ন  হচ্ছে বলে দাবি সাধারণ সম্পাদকের, ‘আমাদের কোনো স্পন্সর নেই এরপরও কোনো কিছু কিন্তু থেমে নেই। ক্যাম্প ভালোমতো চলছে, একাধিক কোচিং স্টাফ রয়েছে এবং দল বাইরে যাচ্ছে টুর্নামেন্টের অনুশীলনের জন্য। আমরা কিন্তু চালিয়ে নিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।