ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ শুরু শুক্রবার

আগামীকাল শুক্রবার দিনব্যাপী বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচার এবং ভারতের ওম যোগা কালচারের আয়োজনে বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যোগা কাপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে। এ আসরে ভারত এবং বাংলাদেশের ৫১ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

এর আগে ২০২১ সালে প্রথম আসরটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. নূহ-উল-আলম লেলিন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক রশিদুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আরিফ সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচারের মহাসচিব শাহনাজ পারভীন এবং ভারতের ওম যোগা কালচারের মহাসচিব প্রসূণ মহন্ত।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।