ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘বসুন্ধরা গ্রুপ এগিয়ে এলে হ্যান্ডবলের চিত্র বদলে যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ৬, ২০২৩
‘বসুন্ধরা গ্রুপ এগিয়ে এলে হ্যান্ডবলের চিত্র বদলে যাবে’

আগামী ১৩ মে থেকে তৃতীয় বারের মত শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট। এই আসরে ভালো করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ হ্যান্ডবল দলের কোচ ডালিয়া আক্তার।

 

সাম্প্রতিক সময়ে হ্যান্ডবলে পিছিয়ে পরেছে বাংলাদেশ। নেই তেমন কোনও সাফল্য। হ্যান্ডবলের ঘুরে দাঁড়াতে হলে ভালো মানের পৃষ্ঠপোষক প্রয়োজন বলে মনে করেন কোচ ডালিয়া। তিনি বলেন, ‘দেশের হ্যান্ডবলকে এগিয়ে নিতে হলে ভালো পৃষ্ঠপোষক প্রয়োজন। বসুন্ধরা গ্রুপের মত প্রতিষ্ঠান এগিয়ে আসলে দেশের হ্যান্ডবলের চিত্র বদলে যাবে। আমি বিশ্বাস করি শুধু হ্যান্ডবল-ফুটবল নয়, বসুন্ধরা গ্রুপ চাইলে দেশের অর্ধেকের বেশি খেলার দায়িত্ব একাই নিতে পারে। তাদের মত বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে আসলে খেলার উন্নতি সম্ভব। ’

এবারের আসরে অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। ফলে আসরে খুব একটা ভালো ফলের আশা করছেন না ডালিয়া। তিনি বলেন, ‘এএসসি পরীক্ষার জন্য অনেক খেলোয়াড়কেই এবার দলে পাচ্ছি না। অভিজ্ঞ খেলোয়াড় বলতে আমার দলে দুই জন আছে। বাকিরা নতুন। অনভিজ্ঞ দল হলেও আমরা ভালো খেলার বিষয়ে আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।