ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ভোটের দরকার পড়ছে না হকিতে

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ভোটের দরকার পড়ছে না হকিতে

বাংলাদেশ হকি ফেডারেশনে (বাহফে) সভাপতি বাদে মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ১৯ জুন হকি ফেডারেশনের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদ ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি। তাই ভোটের দরকার পড়ছে না।

২৮ জনের কমিটিকে ক্লাব এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ১৮ জন এবং জেলা এবং বিভাগীয় সংগঠক পরিষদ যেটা ফোরাম নামে সমধিক পরিচিত সেখান থেকে মোট ১০ নিয়ে রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদ গঠিত হয়েছে।

মনোনয়ন জমা দিয়ে বর্তমান সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘একটি বৃহৎ পরিকল্পনাকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতির নেতৃত্বে বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রীর যে স্লোগান আছে সেটাকে আমরা ভিশন হিসেবে হাতে রেখেই একটি মেধাসম্পন্ন তালিকা প্রণনয় করেছি। সেই তালিকা আমরা জমা দিয়েছি। আমার দৃঢ়বিশ্বাস এবারের কমিটিটা হকি ফেডারেশেনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি হয়েছে। এই কমিটি নিয়ে কারোর কোনো মতভেদ নেই। বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবাই একমত হয়েছি। ’

২৮ জনের কমিটিতে সাধারণ সম্পাদকের পদ ১টি। যাতে স্থান পেয়েছেন গেলবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। সহ-সভাপতির ৫টি পদ। যেখানে ক্লাব থেকে দুজন- আব্দুর রশিদ শিকদার ও জাকি আহমেদ রিপন, ফোরাম থেকে মোহাম্মদ ইউসুফ এবং জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসির দুজন কাউন্সিলর এম এ রাজ্জাক খান ও কাজী সাইফুল ইসলাম সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন।

যুগ্ম সম্পাদকের দুই পদে আছেন দেশের জনপ্রিয় দুই ক্লাব আবাহনী থেকে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক খেলোয়াড় মাহাবুবুল এহছান রানা এবং মোহামেডান থেকে রাখা হয়েছে জাতীয় দলের আরেক সাবেক তারকা আরিফুল হক প্রিন্সকে।

কোষাধ্যকে বড়ই চমকই এসেছে বলতে হবে। গেলবারের কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ূনকে সদস্য পদে রেখে  নতুন কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন দ্বিতীয় বিভাগের দল তেজগাঁও অগ্রগামীর সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক।


১৯টি সদস্য পদের বিপরীতে ক্লাব পেয়েছে ১০টি এবং ফোরাম পেয়েছে ৯টি পদ। ফোরামের সদস্যরা হলেন, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু (দিনাজপুর), তারিকুজ্জামান নান্নু (ঢাকা), মাহবুব মোরশেদ আলম লেবু (জয়পুরহাট), টুটুল কুমার নাগ (শরীয়তপুর), শহিদুল্লাহ টিটু (মাদারীপুর), কামরুজ্জামান চৌধুরী তুহিন (রংপুর), রাজু আহমেদ (নারায়ণগঞ্জ), দিলিপ চক্রবর্তী (নড়াইল) এবং তৌফিকুর রহমান রতন (রাজশাহী)।

সদস্য পদে স্থান পাওয়া ক্লাবের প্রতিনিধিরা হলেন- মোহাম্মদ ইউসুফ আলী, মনোয়ার হোসেন, সাফায়াত হোসেন, হাজী মোহাম্মদ হুমায়ূন, মাহবুব হারুন, খাজা তাহের লতিফ মুন্না, আহমেদ আসিফুল হাসান, এসএম নাজিম রেজা, শেখ মো. আলমগীর এবং মো. আউয়াল হোসেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।