ফেভারিট হয়ে নেমেছিলেন উইলম্বডনের ফাইনালে। কিন্তু সেই ম্যাচ কাল হয়ে দাঁড়াল নোভাক জোকোভিচের জন্য।
রোববার (১৬ জুলাই) কার্লোস আলকারাসের কাছে ফাইনাল ম্যাচে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারেন জোকোভিচ। পঞ্চম সেটে এসে মেজাজ হারান তিনি। সার্ভিসে পয়েন্ট হারানোর পর নেটে র্যাকেট ছুড়ে মারেন তিনি। এতেই ভেঙে যায় র্যাকেট। সঙ্গে সঙ্গে আম্পায়ার ফার্গুস মার্ফি সঙ্গে সঙ্গেই সীমা লঙ্ঘনের জন্য তাকে সতর্ক করে দেন।
সতর্ক করার পর অবশ্য জোকোভিচ আর এমন কিছু করেননি। তবে র্যাকেট ভাঙার শাস্তি পেতেই হচ্ছে তাকে। রানার্সআপ হওয়ায় সার্বিয়ান এই টেনিস তারকা পুরস্কার হিসেবে পেয়েছেন ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড। সেখান থেকেই জরিমানার ৬ হাজার ১১৭ পাউন্ড কেটে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
আরইউ