ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

অ্যাথলেটিক্সে নির্বাচনী হাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
অ্যাথলেটিক্সে নির্বাচনী হাওয়া

অ্যাথলেটিক্স ফেডারেশনে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

আজ ৪৮টি মনোনয়ন সংগ্রহ করেছেন প্রার্থীরা।

ব্যাডমিন্টন এবং হকির মত সমঝোতার নির্বাচনের পথে হাটবে কি না অ্যাথলেটিক্স ফেডারেশন তা সময়ই বলে দেবে। তবে আজ বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর প্যানেলের পাশাপাশি মনোনয়ন নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ২৮ কার্যনিবার্হী পদের বিপরীতে ৪৮ মনোনয়নপত্র প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত নির্বাচন কমিশন।

আব্দুর রকিব মন্টুর নেতৃত্বে ৪৪টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছে। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক মন্টু ও কোষাধ্যক্ষ জামালই শুধু দুটি করে ফরম নিয়েছেন। জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সমর্থিত মন্টুর প্যানেলে ওয়ালটন, হোসাফ এবং প্রতীক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের মনোনয়নপত্র রয়েছে।

ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে বড় নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। এই পরিষদ আব্দুর রকিব মন্টুকে সমর্থন দিয়ে একক প্যানেল গঠনের চেষ্টা করছে। নির্বাহী কমিটির ২৮ পদের মধ্যে জেলা-বিভাগের দাবি ১৮টি। জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সমর্থিত মন্টুর নেতৃত্বের বাইরে চারটি ফরম ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট ফরিদ খান চৌধুরী। তিনি বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক।

আগামী ২৩ জুলাই মনোনয়নপত্র দাখিলের সময়। সেদিনই স্পষ্ট হবে কে কোন পদে প্রার্থী হচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।