রেকর্ড ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতার দ্বারপ্রান্তে ছিলেন নোভাক জোকোভিচ। চোটের হুমকি এড়িয়ে উঠেছিলেন সেমিফাইনালেও।
মেলবোর্নে আজ আসরের ফাইনালে উঠার লড়াইয়ে আলেকজান্ডার জাভারেভের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। ম্যাচের প্রথম সেট ৭-৬ (৭-৫) এ পরাজিত হওয়ার পর ইনজুরিতে আর কোর্টে নামা হয়নি 'জোকার'-এর। মাঠ ছাড়ার সময় দর্শকদের একাংশের দুয়োও শুনতে হয় তাকে। যদিও তিনি নিজে দর্শকদের দুয়োর জবাব না দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যান।
২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন দেখা জোকোভিচ চোট পেয়েছিলেন গত মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে খেলার সময়। সেদিন কার্লোস আলকারাজকে হারানোর পথে কোর্টে পড়ে গিয়ে পায়ের উপরের অংশে আঘাত পেয়েছিলেন তিনি। তবে সেই চোট নিয়েই সেদিন ম্যাচ জিতে শেষ চারে উঠেন ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা।
আজ সেট পয়েন্টের সময় জোকোভিচের ভলি নেটে লাগলে, সঙ্গে সঙ্গে তিনি নেটের কাছে গিয়ে জাভারেভের সঙ্গে হাত মিলিয়ে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তার অবস্থা দেখে জাভারেভ নিজেও সান্ত্বনা দেন। পরে দুয়ো দেওয়ায় দর্শকদের একহাত নেন জার্মান টেনিস তারকা।
কোর্টে দাঁড়িয়ে জাভারেভ দর্শকদের উদ্দেশে বলেন, 'কোনো খেলোয়াড় যখন ইনজুরিতে পড়ে, তাকে নিয়ে দুয়ো দেবেন না। আমি জানি এখানে সবাই টিকিট কিনেই খেলা দেখতে আসে, কিন্তু জোকোভিচ এমন একজন, যে এই খেলাটার জন্য সবকিছু করেছে। সে গুরুতর ইনজুরি নিয়েও ম্যাচ জিতেছে, হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে শিরোপাও জিতেছে। সে যদি খেলা চালিয়ে যেতে না পারে, তাহলে সত্যিই চালিয়ে নেওয়া সম্ভব নয়। '
জোকোভিচ বিদায় নেওয়ায় জার্মান দ্বিতীয় বাছাই জাভারেভের জন্য প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ তৈরি হয়েছে। এর আগে দুইবার মেজর ফাইনালে গিয়ে হারতে হয়েছিল তাকে। এবার ফাইনালে তাকে হয় ইতালিয়ান শীর্ষ বাছাই ইয়ানিক সিনার কিংবা আমেরিকান ২১তম বাছাই বেন সেলটনের মুখোমুখি হতে হবে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এমএইচএম