ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

খেলা

জাতীয় টেবিল টেনিস

পুরুষ দলগত ইভেন্টের সেমিতে চট্টগ্রাম-সেনাবাহিনী-আনসার-বিমান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
পুরুষ দলগত ইভেন্টের সেমিতে চট্টগ্রাম-সেনাবাহিনী-আনসার-বিমান

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে উঠেছে সেনাবাহিনী, আনসার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও চট্টগ্রাম জেলা। গত ২২ জুলাই চট্টগ্রামের রাইফেলস ক্লাবে শুরু হয়েছে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।

জাতীয় দলের দুই তারকা খেলোয়াড় হৃদয় ও রামহিম খেলছেন চট্টগ্রাম জেলার হয়ে। তাদের সামনে দাড়াতেই পারেনি চাঁপাইনবাবগঞ্জ। কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম ৩-০ ব্যাবধানে উড়িয়ে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে। রামহিম ও হৃদয়ের সাথে খেলেছেন ইমন। প্রথম ম্যাচে রামহিম হারিয়েছেন মোরসালিনকে। দ্বিতীয় ম্যাচে ইমন জয় পায় তুহিনের বিপক্ষে। এরপর হৃদয় সালমানকে হারালে দাপুটে জয়ে শেষ চারে জায়গা করে নেয় চট্টগ্রাম জেলা।

তারকা খেলোয়াড় মানস, জাভেদ ও সজিবকে নিয়ে গড়া আনসারও সহজ জয়ে সেমিফাইনালে উঠেছে। আনসার ৩-০ ব্যাবধানে হারিয়েছে রাজশাহীকে। প্রথম ম্যাচে মানস হারিয়েছেন সাগরকে। দ্বিতীয় ম্যাচে নাফিজের বিপক্ষে জয় পান জাভেদ। আর সজীব জয়কে হারিয়ে ৩-০ ব্যাবধানে খেলা শেষ করেন।

চট্টগ্রাম ও আনসারের মতো সেনাবাহিনীও একই ব্যাবধানে জয় পেয়েছে। তারা ৩-০ ব্যাবধানে হারিয়েছে ঢাকাকে। প্রথম ম্যাচে হাসিব জুনিয়র হারায় রাহাতকে। দ্বিতীয় ম্যাচে টুবা জয় পায় সৌম্যের বিপক্ষে। এরপর হাসিব সিনিয়র সামিরকে হারিয়ে সেনাবাহিনীকে নিয়ে যান সেমিফাইনালে।

তিনটি কোয়ার্টার ফাইনাল একতরফা হলেও দারুন জমে উঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নড়াইলের ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মাঝে। পঞ্চম ম্যাচ পর্যন্ত গাড়িয়েছে খেলা। প্রথম ম্যাচে বিমানের আকাশ হারান বিপ্লবকে। দ্বিতীয় ম্যাচে বিমানের হিমেল গৌতমকে হারিয়ে দিলে অন্য তিনটি কোয়ার্টার ফাইনালের মতো মনে হচ্ছিল এটিও একতরফা হবে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে খেলা জমিয়ে তুলে নড়াইল। তবে পঞ্চম ম্যাচে বিমানের হিমেল নড়াইলের বিপ্লবকে হারিয়ে দলকে নিয়ে যান সেমিফাইনালে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।