ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

খেলা

বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে বার্লিনের পথে আর্চাররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে বার্লিনের পথে আর্চাররা

আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে আজ (৩০ জুলাই) রোববার ভোরে জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৬ জন আর্চার অংশগ্রহণ করবেন।

নিষেধাজ্ঞা থাকায় জার্মানি যেতে পারেননি দেশসেরা আর্চার রোমান সানা।  

রোমান সানা ও দিয়া সিদ্দিকী সম্প্রতি বিবাহ করেছেন। বিয়ের পর এই দম্পতির প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এটি। সেই টুর্নামেন্টে দিয়া অংশ নিলেও রোমান পারছেন না। এবারের আসরে ভালো কিছু উপহার দিতে চান বলে জানিয়েছেন দিয়া। তিনি বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দিয়েই লড়াই করবো। চেষ্টা করবো ভালো কিছুই উপহার দিতে। ’  বিশ্ব চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট থেকে ২০১৯ সালে রোমান সরাসরি অলিম্পিকের কোটা নিশ্চিত করেছিলেন।  

বাংলাদেশ এবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত মহিলা রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে অংশগ্রহণ করছে না। কম্পাউন্ড পুরুষ ইভেন্টেও নেই দলগত ইভেন্ট।  

রিকার্ভ পুরুষ ইভেন্টে খেলবেন রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগর। রিকার্ভ মহিলা ইভেন্টে খেলবেন শুধু দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষ ইভেন্টে আশিকুজ্জামান এবং মহিলা ইভেন্টে খেলবেন বন্যা আক্তার।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।