ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

খেলা

সিরাজগঞ্জে আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
সিরাজগঞ্জে আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট শুরু

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী আজাদ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল।

ব্রজবালা ফুটবল মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মোঃ আবু মুসা। উদ্বোধনী ম্যাচে শুক্রবার উল্লাপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরিজিত করে পাবনা ফুটবল একাদশ জয়লাভ করে।  

খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে  মো. আবু মুসা এমনটাই বলেন।  

তিনি বলেন, ‘খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব। ’ নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাড়াদহ চেয়ারম্যান সাইফুল ইসলাম, কায়েমপুরের সাবেক চেয়ারম্যান ও হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।