ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যাম্পে ফিরছেন রোমান সানা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
ক্যাম্পে ফিরছেন রোমান সানা

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ্‌ মাস্টার স্টেডিয়ামে চলছে আর্চারি জাতীয় দলের ক্যাম্প। আজ থেকে সেই ক্যাম্পে যোগ দিচ্ছেন দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা।

তবে নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলে ফেরা নিয়ে এখনো সংশয় রয়েছে তার। শুধু ভালোভাবে অনুশীলন করতেই তাকে ক্যাম্পে জায়গা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

গত বছরের নভেম্বরে নিষিদ্ধ হন রোমান। এরপর  গত মার্চে শর্ত সাপেক্ষে তাকে ক্যাম্পের বাইরে থেকে কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়। তবে কমপ্লেক্সের বাইরে বাসা ভাড়া নিয়ে কিছুদিন সেভাবে অনুশীলনের পর এতে আবার ‘ওয়ার্ল্ড আর্চারি’র বাধা আসে। রোমানকে তাই তার বাহিনী আনসারে ফিরে যেতে হয়। এত দিন জাতীয় দলের কোচের তত্ত্বাবধানের বাইরে সেখানেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।  

ব্যক্তিগত অনুশীলনে তেমন ভালো কিছু করা সম্ভব নয়। ফলে ওয়ার্ল্ড আর্চারি থেকে অনুমতি নিয়ে জাতীয় দলের সঙ্গে তার অনুশীলনে ব্যবস্থা করা হয়ছে।

সামনেই এশিয়ান গেমস রয়েছে। সেখানে রোমানকে খেলানোর ইচ্ছা আর্চারি ফেডারেশনের। এ জন্য তারা সর্বোচ্চ চেষ্টাই করছেন বলে জানানো হয়েছে। রোমানকে ছাড়া আর্চারি দলের বর্তমান পারফর‌ম্যান্স আশাজনক নয়।  

বার্লিনে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফ্রেডরিখের অধীনে প্রথমবারের মতো রিকার্ভের ছেলেদের দলটি নকআউট পর্বে খেলতে পারেনি। একই অবস্থা মেয়েদের।

বাছাইয়ে রোমানের স্ত্রী দিয়া সিদ্দিকী এতটাই খারাপ করেছেন যে বাংলাদেশ এই আসরের নকআউট পর্বে মিশ্র দলও দিতে পারেনি। স্বাভাবিকভাবেই হতাশ কোচ মার্টিন ফ্রেডরিক। তিনিও খুব করেই চাইছেন যেন এশিয়ান গেমসের আগেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান রোমান; ফেরেন জাতীয় দলে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।