গতকাল আবাহনী লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবাহনী ফুটবল, ক্রিকেট, হকি ও টেবিল টেনিস খেলায় অংশগ্রহণ করে।
ক্রিকেট কমিটির চেয়ারম্যান পূর্বের মতো ক্লাবের অন্যতম পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই রয়েছেন। ফুটবল কমিটির চেয়ারম্যানে পরিবর্তন এসেছে। ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান পূর্বে ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সভায় এই দায়িত্ব ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে দেওয়া হয়েছে।
নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যানেও পরিবর্তন এসেছে। কাজী নাবিল আহমেদের পরিবর্তে সেই কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন কাজী ইনাম আহমেদ। চমক এসেছে টেবিল টেনিস কমিটির চেয়ারম্যানে। আবাহনী ও বিসিবি পরিচালক ফাহিম সিনহাকে টেবিল টেনিস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
ফাহিম সিনহার বাবা আফজালুর রহমান সিনহা দীর্ঘদিন আবাহনীর হকি কমিটির চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর ক্লাবের অন্যতম পরিচালক এবং সাবেক হকি খেলোয়াড় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে গত মৌসুমে হকি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। পরিচালক পর্ষদের সভায় বিপুকে পুনরায় এই দায়িত্বে বহাল রাখা হয়েছে। প্রতিটি কমিটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ হবে।
এছাড়া আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান। ডিরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদ। তিনি গত কয়েক বছর অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ হিসেবে কাজ করছেন অন্যতম পরিচালক কাজী নাবিল আহমেদ। নব্বইয়ের দশকের দেশের প্রথম ক্রীড়া ক্লাব হিসেবে লিমিটেডে রূপান্তরিত হয় আবাহনী।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এআর/এএইচএস