ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১০০ মিটার স্প্রিন্টের সেমিতে ইমরানুর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
১০০ মিটার স্প্রিন্টের সেমিতে ইমরানুর

টাইমিং খুশি হওয়ার মতো না হলেও এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান।  ১০.৪৪ সেকেন্ডে দৌড়ে হিটে তৃতীয় হয়েছেন তিনি।

সরাসরি সেমিফাইনালে উঠেছেন প্রতি হিটের সেরা চার স্প্রিন্টার। তৃতীয় হওয়ায় সেমিতে উঠে এসেছেন ইমরানুর। এর আগে এশিয়ান অ্যাথলেটিকসের হিটে ১০.২৫ সেকেন্ডে দৌড়েছিলেন তিনি। আর এশিয়ান গেমসে যাওয়ার আগে ইংল্যান্ডে একটি প্রস্তুতি টুর্নামেন্টে ক্যারিয়ার সেরা ১০.১১ তে দৌড়েছিলেন তিনি।

৫ হিট থেকে সরাসরি ২০ জন এবং টাইমিংয়ের ভিত্তিতে পরের সেরা ৪- এই মোট ২৪ জনকে নিয়ে হবে সেমিফাইনাল। এই ২৪ জনে টাইমিং অনুযায়ী ইমরানের অবস্থান ১৭ তম। আগামীকাল সেমিফাইনালে লড়বেন তিনি।

আজ তাঁর হিটে ১০.২২ সেকেন্ডে দৌড়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার লালু জোহরি। দ্বিতীয় কাতারের ফেমি ওগোনোদে। ১০.২৪ এ দৌড়েছেন তিনি। পুরো হিটে ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন চীনের ঝেনিয়ে শিয়ে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।