ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ক্রীড়া পরিদপ্তরের নতুন পরিচালক তরিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
ক্রীড়া পরিদপ্তরের নতুন পরিচালক তরিকুল

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন পরিচালক (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন আ ন ম তরিকুল ইসলাম। নতুন পরিচালককে ক্রীড়া পরিদপ্তরের অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি,সহ সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

তরিকুল ইসলাম প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের একজন স্বনামধন্য কর্মকর্তা। ইতোপূর্বে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রেভেনিউ অফিসার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে ও দেশের অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় অত্যান্ত দায়িত্বশীল, সততা ও নিষ্ঠার সাথে পালন করে সুনাম অর্জন করেছেন।  

ক্রীড়া পরিদপ্তরে যোগদান করেও তিনি দপ্তরের সার্বিক উন্নয়নে নানানভাবে দিকনির্দেশনা প্রদান করেছেন। এছাড়া তিনি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন। তাই দেশের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান ক্রীড়া পরিদপ্তরের এ নতুন পরিচালক।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।