দেশে সাম্প্রতিক সময়ে নারীদের উপর সহিংসতা বেড়েছে। খুন, ধর্ষণ এবং নির্যাতনের খবর শোনা যাচ্ছে অহরহ।
প্রতিদিনই সামনে আসছে নারীর ওপর লোমহর্ষক সব অপরাধের খবর। বহু ঘটনা থেকে যাচ্ছে আড়ালেই। শনিবার (৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আজ নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন—বাংলাদেশে আজ নারীরা কতটা নিরাপদ?’ তার পোস্টে ফুটে উঠেছে দুঃখ ও ক্ষোভ।
ঋতুপর্ণা নিজেও একটি কমেন্টে লিখেছেন, ‘আজকে দেশে আমাদের কোন প্রকার নিরাপত্তা নাই। ঘর থেকে বের হলেই নিজের ভিতরে ভয় কাজ করে, চারদিকে শুধু ধর্ষণ, খুন, অপহরণ, এই দেশ কবে ঠিক হবে?’
নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। বশির আহমেদ লিখেছেন, ‘৮ মার্চ নারী দিবস! যে দেশে নারীদের বিন্দু মাত্র নিরাপত্তা নাই সে দেশে নারী দিবস মানে তাদের সাথে তামাশা ছাড়া কিছুই না। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
এআর