এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইরান।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়েছে ৪২-২৭ পয়েন্টে। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে প্রথম এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে বাংলাদেশ-ইরানের সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।
একই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এমএইচএম