ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মঙ্গলবার পাঁচ ফেডারেশনের সঙ্গে বসবেন ক্রীড়ামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
মঙ্গলবার পাঁচ ফেডারেশনের সঙ্গে বসবেন ক্রীড়ামন্ত্রী

নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন প্রায় এক মাস। ইতোমধ্যে বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি।

আগামী মঙ্গলবার মতবিনিময় করবেন আরও ৫ টি ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।

কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর মতবিনিময় করার কথা ছিল সোমবার দুপুর আড়াইটায়। একদিন পিছিয়ে এই মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৩টায় নির্ধারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের ষষ্ঠতলার সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।

গত ২৩ জানুয়ারি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বসেছিলেন আট ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। ওই আট ফেডারেশন ছিল- সাঁতার, অ্যাথলেটিক্স, শ্যুটিং, আরচারি, ভারোত্তোলন, ক্যারম, বাস্কেটবল ও ভলিবল ফেডারেশন। পরের দিন মন্ত্রী মতবিনিময় করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।