ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গেতাফেকে হারিয়ে দুইয়ে বার্সা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
গেতাফেকে হারিয়ে দুইয়ে বার্সা 

কোচ জাভি হার্নান্দেজ পদত্যাগের ঘোষণা দিলেও, লা লিগা জয়ের আশা তিনি কোনোভাবেই ছাড়ছেন না। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধানটা অল্প নয়।

তবে গেতাফেকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো বার্সেলোনা। ঘরের মাঠে ৪-০ গোলের জয় পেয়েছে তারা।  

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। দ্বিতীয় গোল পেতে অবশ্য বেশ অপেক্ষা করতে হয় স্বাগতিকদের।  

বিরতির পর ৫৩তম মিনিটে ট্যাপ ইনে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও ফেলিক্স। ৬১ মিনিটে রাফিনিয়ার কাটব্যাক থেকে দারুণভাবে ফিনিশ করেন ফ্রেংকি ডি ইয়ং।  ম্যাচের যোগ করা সময়ে শেষ গোলটি আসে ফেরমিন লোপেসের পা থেকে।  

এই জয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে বার্সা। এক পয়েন্ট ও এক ম্যাচ কম খেলে তিনে জিরোনা। ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।