ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

খেলা

পদক হাতছাড়া হলো রুবেলের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
পদক হাতছাড়া হলো রুবেলের

ইরাকের বাগদাদে এশিয়া কাপ আর্চারিতে দলীয় দুই স্বর্ণ হারানোর পর আগ্রহ ছিল হাকিম আহমেদ রুবেলের ব্যক্তিগত পদকের দিকে। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের আব্দুল হাকিম রুবেল উজবেকিস্তকানের সাদিকভ আমির খানের সঙ্গে পরাজিত হন।

রুবেল প্রথম সেট জেতার পর খানিকটা আশা সঞ্চার হয়েছিল। পরবর্তী তিন সেট টানা হারলে উজবেক আর্চার আমির খান ৬-২ সেট পয়েন্টে ব্রোঞ্জ জিতে নেন। প্রথম সেটে রুবেল ২৭-২৬ স্কোরে জিতলেও পরবর্তী তিন সেট ২৫-২৮,২৭-২৯ ও ২৫-২৮ স্কোরে হারেন।

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের প্রাপ্তি দুই রৌপ্য ও দুই ব্রোঞ্জ। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে ভারতের বিপক্ষে হেরে রৌপ্য পায় বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগতের পর রিকার্ভ নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। চারটি দলীয় পদক আসলেও ব্যক্তিগত পদক তালিকা শূন্য।  

বাংলাদেশ সম: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।