ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশকে ১৫০ ভলিবল-ফুটবল উপহার দিল জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
বাংলাদেশকে ১৫০ ভলিবল-ফুটবল উপহার দিল জাপান

ঢাকা: জাপানের পক্ষ থেকে বাংলাদেশকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ১০০টি ভলিবল ও ৫০টি ফুটবল উপহার দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ শেষে এই উপহার দেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় নাজমুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সফলভাবে নেতৃত্ব দেওয়ায় যুব ও ক্রীড়ামন্ত্রীর প্রশংসাও করেন রাষ্ট্রদূত। তারা দুই দেশের মধ্যে যুব ও ক্রীড়ার উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশকে সাহায্য করতে চায়। এ বছরই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দক্ষ ও অভিজ্ঞ ফুটবল কোচ পাঠাবে জাপান। আমরা আজ দুদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশকে ১০০টি ভলিবল ও ৫০টি ফুটবল উপহার দিয়েছি।

এ সময় যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।