ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় ম্যাচেও গ্রান্ডম্যাস্টারকে রুখে দিলেন ফাহাদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ৬, ২০২৪
দ্বিতীয় ম্যাচেও গ্রান্ডম্যাস্টারকে রুখে দিলেন ফাহাদ

দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে ২৭২৮ রেটিং ধারী চীনের সুপার গ্র্যান্ডমাস্টারকে রুখে দেয়ার পর ফাহাদ দ্বিতীয় রাউন্ডে ড্র করেছেন আরেক গ্র্যান্ডমাস্টারকে। দ্বিতীয় রাউন্ডে ফাহাদ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিয়োম্যান হ্যানসের মোকাবেলা করেন।

২৬৮৮ রেটিংধারী গ্র্যান্ডমাস্টারকে কালো ঘুটি নিয়ে রুখে দিয়েছেন বাংলাদেশের ২৪৩১ রেটিংধারী দাবাড়ু। উচ্চ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার নিয়োম্যান দাবা অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়েছিলেন বিশ্বের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে। সেরা দাবাড়ুকে হারানো নিয়োম্যানের সঙ্গে বাংলাদেশের দাবাড়ুর পয়েন্ট আদায় করে নেয়া বড় কৃতিত্ব।  

আন্তর্জাতিক মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হতে তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং পয়েন্ট প্রয়োজন। ফাহাদের বর্তমান রেটিং ২৪৩১। গত মাসে ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।