ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিস টুর্নামেন্ট: জয়ে শুরু বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ২০, ২০২৪
এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিস টুর্নামেন্ট: জয়ে শুরু বাংলাদেশের

এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিস টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ।  

সোমবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বালক বিভাগের খেলায় মোহাম্মদ হায়দার ৬-২ ও ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফকে এবং জোবায়ের হোসেন ৬-০ ও ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে হারিয়েছে।

ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ সেটে মালদ্বীপের বিরুদ্ধে এগিয়ে যায়। পরবর্তী দ্বৈতের খেলায় মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন জুটি ৬-০ ও ৬-২ গেমে মালদ্বীপের মুজাম্মেল লুক ও সালাম ইউসুফকে হারিয়ে ৩-০ সেটে জিতে যায়।  

অন্যদিকে বালিকা এককে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬ ও ৬-১ গেমে নেপালের পানতা সারাকে, দ্বৈতে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬, ৬-৪ ও ৬-৩ গেমে নেপালের ধোজে তনুশ্রীকে হারিয়ে দ্বৈতের খেলা বাকি থাকতেই ২-০ সেটে নেপালের বিপক্ষে জেতে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ২০, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।