গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও।
পাঁচ সদস্যের সার্চ কমিটির আহ্বায়ক সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা। সদস্য হিসেবে আছেন- সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ–প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল এবং ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এম এস হুমায়ুন কবিরের সই করা অফিস আদেশে বলা হয়েছে- বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই কমিটি সরকারের কাছে সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া–১) এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন। কমিটির প্রধান কাজ বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর গঠনতন্ত্র, নির্বাচনপ্রক্রিয়া, প্রতিনিধি মনোনয়ন বা নির্বাচন ইত্যাদি সম্পর্কে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮–এর আলোকে পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করা।
ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্মকাণ্ডসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিশদ পর্যালোচনা করে সুপারিশমালা প্রণয়নের মতো কাজও এই কমিটি করবে। প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এমএইচএম