নাম হাজি মো. ফজলুল ইসলাম হলেও তাকে সবাই চেনেন ‘ওস্তাদ ফজলু’ নামে। বাংলাদেশের হকিতে যিনি পরিচিতি এক নাম।
সাবেক এই হকি খেলোয়াড় মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। এমনিতে আগে থেকে অসুস্থ ছিলেন। স্ট্রোক করার পর অনেকটাই সুস্থ হয়ে উঠে হকি অঙ্গনে ফিরেছিলেন। এবার আর ফেরা হয়নি। আজ সকাল সাড়ে আটটার দিকে নিজ বাসার বারান্দায় হঠাতই পড়ে যান। হাসপাতালে নেওয়া হয়েছিল। ততক্ষণে সব শেষ। সকালেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।
বাংলাদেশের হকির পাইপলাইন ছিল বিকেএসপি ও পুরান ঢাকা। এই দুই জায়গা থেকেই মূলত হকি খেলোয়াড় উঠে আসত। পুরান ঢাকায় বছরের পর বছর হকি নিয়ে কাজ করেছেন ফজুল । অসংখ্য খেলোয়াড় তার হাতে তৈরি যারা এখন ও বিগত সময়ে জাতীয় দলে খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
এআর/আরইউ