ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

বাংলাদেশ থেকে সরে গেল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
বাংলাদেশ থেকে সরে গেল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ

এই সেপ্টেম্বরেই বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক এই আসরটি ২৫-২৯ সেপ্টেম্বরব্যাপী চলতো।

 

তবে দেশের বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক  অবস্থা পর্যালোচনার পর আসরটি স্থানান্তরিত হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। ভেন্যুর সঙ্গে সঙ্গে সময়ও পরিবর্তন হয়েছে। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন সূচি ঠিক হয়েছে ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত।  

ভেন্যু বদলে যাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণও অনিশ্চিত। এমনটাই বললেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী, ‘আসলে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জুলাইয়ের শেষের দিকে ভেন্যু পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়। সেখানে গিয়ে অংশগ্রহণে অনেক অর্থের প্রয়োজন। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক সহায়তা করতেন, তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিনই। ’

কমনওয়েলথ কারাতে আয়োজনের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ম্যাট, পদকের নমুনা সহ আরো অনেক বিষয়ে বাংলাদেশ কারাতে ফেডারেশন কিছু খরচও করেছে। ’ 

ভেন্যু বাতিল হওয়ায় খানিকটা আর্থিক ক্ষতিও হচ্ছে বললেন ফেডারেশনের কোষাধ্যক্ষ আজাদ, ‘আমরা কয়েক লাখ টাকা ব্যয় করেছিলাম চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে। ভেন্যু বাতিল হওয়ায় সেটার সদ্বব্যবহার সম্ভব নয়। ’

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।