ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বিওএর নতুন সভাপতি হলেন সেনাপ্রধান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
বিওএর নতুন সভাপতি হলেন সেনাপ্রধান

একক প্রার্থী হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে আজ এমন ঘোষণা দেওয়া হয়েছে।

সাধারণত, বিওএর সভাপতি হন সেনাপ্রধান এবং তা নির্বাচনের মাধ্যমে। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। সেনাপ্রধান অবসরে গেলে নতুন সেনাপ্রধান হন বিওএর সভাপতি।  বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর।

গত ২ অক্টোবর বিওএর সভাপতি পদ থেকে পদত্যাগ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এরপর থেকে পদটি শূন্য অবস্থায় ছিল।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।