ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে রাফি-রোমানার রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে রাফি-রোমানার রেকর্ড

জাতীয় সাতারের দ্বিতীয় দিনে রেকর্ড টাইমিংয়ে সোনা জিতেছেন দুই সাতারু সামিউল ইসলাম রাফি এবং রোমানা আক্তার। দ্বিতীয় দিনে ভিন্ন ভিন্ন ইভেন্টে রেকর্ড গড়লেন তারা।

আজ দ্বিতীয় দিনে দুটি রেকর্ড গড়েছেন রাফি।  

মিরপুরে চলমান ৩৩তম ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় দিনে রাফি নিজে দুটি ইভেন্টে রেকর্ড গড়েছেন। এর মধ্যে সকালে পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জেতেন রেকর্ড গড়ে।  ২ মিনিট ৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে গত বছর কাজল মিয়ার গড়া রেকর্ড ভাঙেন তিনি।

এরপর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে দুপরে গড়েন আরও একটি জাতীয় রেকর্ড। তিনি এই ইভেন্টে সময় নেন ২ মিনিট ১০ দশমিক ৮৭ সেকেন্ড। তার ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে নজর ছিল সকলের।  তবে রাফি শেষ পর্যন্ত এই ইভেন্টে সোনা জিতলেও রেকর্ড গড়তে পারেননি।

রোমানা রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। তিনি স্বর্ণ জিতেছেন ২০১৬ সালে তার করা রেকর্ড টপকেই। সেনাবাহিনীর এই সাঁতারু সময় নেন ২ মিনিট ৫১ দশমিক ৩৫ সেকেন্ড। আগের দিন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন রোমানা।  

দ্বিতীয় দিনে সাঁতারে ৩টি জাতীয় রেকর্ড হয়েছে। দুই দিনে মোট ৭টি জাতীয় রেকর্ড হলো জাতীয় সাঁতারে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ১৭টি স্বর্ণ, ১৩টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে ও বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক অর্জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।