ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

হার দিয়ে বিদায় বললেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
হার দিয়ে বিদায় বললেন নাদাল

ডেভিস কাপের পরে অবসর নেবেন, জানিয়ে দিয়েছিলেন আগেই। ডেভিস কাপে স্পেনের বিদায়ের সঙ্গে থামলো রাফায়েল নাদালের পথচলাও।

অশ্রুসিক্ত নয়নে টেনিসকে বিদায় বললেন তিনি। ডেভিস কাপে স্পেনের হয়ে প্রথম সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্পের কাছে ৬-৪, ৬-৪ ব্যবধানে হেরেছেন তিনি। তার উত্তরসূরি স্পেনের কার্লোস আলকারাজ আরেকটি সিঙ্গেলসে জয় পাওয়ায় আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল নাদালের।

তবে ফল নির্ধারণী ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্প ও ওয়েসলি কুলহফের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় নিশ্চিত হয়।  সঙ্গে নিশ্চিত হয় নাদালের টেনিস থেকে বিদায়ও।

কে বলবে নাদালের দেশ স্পেন ডেভিস কাপের ম্যাচে হেরেছে নেদারল্যান্ডসের কাছে? মালাগার স্টেডিয়াম জুড়ে তখন আবেগের বিস্ফোরণ। কাদছেন ‘কিং’ চোখের জলে ভাসছেন উপস্থিত দর্শকরাও।  নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ হেরেছিলেন রজার ফেদেরার। আর একই ঘটনা ঘটল তার ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ নাদালের সঙ্গেও।

দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন নাদাল। কয়েক মাস আগে জানিয়ে দিয়েছিলেন শেষ ম্যাচ খেলবেন নিজের দেশের মাটিতে। শেষ ম্যাচের আগে নাদালকে শুভেচ্ছা জানিয়েছিলেন ফেদেরার। ম্যাচের শুরু থেকেই আবেগপ্রবণ ছিলেন নাদাল। সেই কারণেই হয়তো খেলায় কয়েকটি ভুল তিনি করে ফেলেন, যা সচরাচর ২২টি গ্রান্ড স্ল্যামের মালিকের কাছ থেকে দেখা যায় না। সেই সুযোগ কাজে লাগান বটিক। আক্রমণাত্মক খেলে নাদালকে চাপে রাখেন তিনি। সেই চাপ কাটিয়ে উঠতে পারেননি নাদাল।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা,  নভেম্বর ২০, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।