ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের লক্ষ্য যুব হকি বিশ্বকাপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
বাংলাদেশের লক্ষ্য যুব হকি বিশ্বকাপ

ওমানে শুরু হতে যাচ্ছে জুনিয়র নারী ও পুরুষ হকি এশিয়া কাপ। এই টুর্নামেন্ট থেকে নির্ধারণ করা হবে যুব হকি বিশ্বকাপের একাধিক দল।

বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই দেশ ছাড়বে বাংলাদেশের দল দুটি। আজ বুধবার বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের জার্সি উন্মোচন। পরে দুটি যুব দলের কোচ ও অধিনায়কই বলেছেন তারা এশিয়া কাপে যাচ্ছেন বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে।

এদিন জার্সি উন্মোচনের পর নারী দলের অধিনায়ক অর্পিতা পাল প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাকে বলেছেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। তিন মাস এক সঙ্গে অনুশীলনে থাকার কারণে আমাদের দলটা আগের থেকে অনেক ভালো হয়েছে। যেহেতু এশিয়া কাপে আমরা একটা ভালো ফলাফল করে এসেছি, অবশ্যই আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। আমরা আশাবাদী। আমরা যেভাবে অনুশীলন করেছি, মাঠে যদি সেভাবে খেলতে পারি ইনশাআল্লাহ আমরা ফলাফল পক্ষে আনতে পারব। ’

মেয়েদের মধ্যে বিশ্বকাপ খেলার স্বপ্ন আছে জানিয়েছেন এই দলের কোচ মোহাম্মদ জাহিদ হোসেন রাজু। এছাড়া নিজেদের প্রস্তুতি নিয়ে কিছুটা ঘাটতি থাকলেও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি, ‘আমরা হয়ত দেশের বাইরে সেভাবে প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তবে বিকেএসপিতে আমরা ম্যাচ খেলেছি, বিমান বাহিনীর বিপক্ষে খেলেছি, নৌ বাহিনী ও সেনাবাহিনীর বিপক্ষে খেলেছি, তাই আমি বলব আমাদের প্রস্তুতি অনেক ভালো। আশা করি আমরা কোয়ালিফাই করতে পারব। ’ বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, পাকিস্তান, চীন, মালয়েশিয়া। গ্রুপ নিয়ে কোচের ভাষ্য, ‘চীন এখন উন্নতি করেছে এরপরও আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। ওমানকে কিছু দিন আগেই হারানোর অভিজ্ঞতা রয়েছে। ’ 
ছেলেদের অনূর্ধ্ব-২১ দলের কোচ সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ। যুব বিশ্বকাপে এশিয়ার শীর্ষ ৬ দল (স্বাগতিক ভারত) খেলার সুযোগ পাবে। তাই বাংলাদেশের বেশ সম্ভাবনা দেখছেন তিনি, ‘আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য গ্রুপে তৃতীয় হওয়া। গ্রুপে তৃতীয় হতে পারলে আমাদের বিশ্বকাপ খেলা সম্ভব হবে। ’ বাংলাদেশ পুরুষ যুব দল ২৩ নভেম্বর ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। নারী দল যাবে ৩ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।