ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

কমলা বাসিন অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত জয়া চাকমা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
কমলা বাসিন অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত জয়া চাকমা

ভারতের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা। শনিবার দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেছেন বিকেএসপির এই ফুটবল কোচ।

প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের এই অ্যাওয়ার্ড পেলেন তিনি। কমলা বাসিন অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত জয়া।  

পুরস্কার পেয়ে জয়া বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। এ অর্জন আমার একা নয়, দেশের মানুষেরও। এ স্বীকৃতি আগামীতে আমাকে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে। ’

জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মানসূচক অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডের জন্য দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ২ জনকে কমলা বাসিন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর ২ জনকে দেওয়া হয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। মোট ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পাওয়া অন্য তিন জনের ২ জন ভারতের ও একজন শ্রীলঙ্কার।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।