ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ব্যাডমিন্টনের আম্পায়ার নজীব রাসেল আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
ব্যাডমিন্টনের আম্পায়ার নজীব রাসেল আর নেই

বাংলাদেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার তিনি।

গিয়েছিলেন ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে। সেখানেই মৃত্যুবরণ করেছেন ৫২ বছর বয়সী এই আম্পায়ার।

বাংলাদেশের ব্যাডমিন্টনে আম্পায়ার রাসেল অত্যন্ত পরিচিত মুখ। শুধু আম্পায়ারিং নয়, ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি। ব্যাডমিন্টন সংশ্লিষ্টদের ধারণা স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তিনি দুনিয়া ছেড়েছেন। তবে তিনি বিশেষ কোনো ব্যধিতে আক্রান্ত ছিলেন না বলেও জানান ব্যাডমিন্টনের অনেকে।

ভারত থেকে ব্যাডমিন্টনের কৃতি আম্পায়ার রাসেলের মরদেহ আনার চেষ্টা করছে ব্যাডমিন্টন ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।