ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ব্যাডমিন্টনে দীক্ষা, রোলার স্কেটিংয়ে চ্যাম্পিয়ন রিফা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ব্যাডমিন্টনে দীক্ষা, রোলার স্কেটিংয়ে চ্যাম্পিয়ন রিফা

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টনে দীক্ষা ও রোলার স্কেটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রিফা।  

বুধবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের জুনিয়র গ্রুপ এককে রিফা চ্যাম্পিয়ন ও শারিকা রানারআপ হন।

সিনিয়র গ্রুপের এককে চ্যাম্পিয়ন রিফা ও রানারআপ ট্রফি জিতে নেন মুনা।

সিনিয়র বিভাগের দ্বৈতে সাইকা ও মুনা জুটি চ্যাম্পিয়ন এবং রুবি ও প্রীতি জুটি রানার্সআপ হয়। এদিকে রোলার স্কেটিংয়ে এ- গ্রুপে দীক্ষা, বি-গ্রুপে উদীতা, সি-গ্রুপে অথৈ, ডি-গ্রুপে মন, ই-গ্রুপে আশরাফি এবং এফ-গ্রুপে রোজা চ্যাম্পিয়ন হয়েছেন।  

বালকদের স্কেটিংয়ে এ-গ্রুপে আহনাফ, বি-গ্রুপে আয়ান, সি-গ্রুপে আরিব, ডি-গ্রুপে তাওসিফ এবং ই-গ্রুপে পিয়াস চ্যাম্পিয়ন হন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আনজুমান আরা আকসির। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।